আমার দুর্গা আসে আশ্বিনের ধানের ক্ষেতে
আমার দুর্গা এলে আনন্দে জগৎ মাতে
আমার দুর্গা শষ্য শ্যামলা ভরা দশ হাতে
আমার দুর্গা অন্নপূর্ণা ফল ফুল শাকে ভাতে।
আমার দুর্গা বসুন্ধরা জগত জননী রূপে
আমার দুর্গা সাগর উতল ভয়ংকর দ্বীপে
আমার দুর্গা ত্রিনয়নী লোহিত বর্ণ তাপে
আমার দুর্গা ভষ্ম করে অশুভকে অভিশাপে।
আমার দুর্গা অসুর দলনী ভীষণ প্রলয়ঙ্কারি
আমার দুর্গা মিষ্টি হাসিতে ধরা অস্ত্রধারি
আমার দুর্গা দুষ্ট দমন শৃষ্ট পালন কারি
আমার দুর্গা আটপৌঢ়ে চায়না সোনার শাড়ি।
আমার দুর্গা আলোর বেনু ভুবন করে মাত
আমার দুর্গা রামধণূতে রঙিন হয়ে সাত
আমার দুর্গা স্নিগ্ধ কোমল নির্ভয়ের হাত
আমার দুর্গা লক্ষী স্বরূপা কোজাগরীর রাত।