আমার নোটে গাছ
মুডানো জীবনে একমাত্র আশা তুই—-
” আমার কবিতা”— তোকে ভালবেসে বাঁচা।
যখন নিঘুম রাতের বিষাদে; রূপোঝুরি জোৎস্না উঁকি মারে
আমার জানলার ফাঁক দিয়ে—-
তুইও আসিস; আমার ক্লান্ত মনের দুয়ারে—
খামার পূজার আলপনার আঁকন নিয়ে,
আসিস, ইতুর সরার গাছগুলোর তরতরিয়ে বেড়ে চলায়,
রাত জাগা বিরহী পাপিয়ার” পিউ কাঁহা'” ডাকে।
আমি চোখ বুজে ইতু পুজোর মন্ত্র আওড়াই
উমনোঝুমনোর পরান কথায় ডুবে থাকি।
বৈষ্ণবীর জাগরণীর গীতে , মন্দিরার বোলে
আমার মেয়েবেলা গল্প শোনায়——
আমি ভেসে চলি সেই উজান পথে——-।