তোরা যুবক, তোরা নবীন ।
আমি পৌঢ়, জীবন শক্তি হয়েছে ক্ষীণ ।
তবে অদম্য উদ্যম আছে মনে ।
নিবি কি আমায় তোদের সনে ?
বিশ্বজয়ে না হয় রাখিস মোরে, তোদের পিছনে ।
সৃষ্টির উল্লাসে ; ভোরের পুষ্প সুবাসে ;
আমিও থাকতে চাই তোদের পাশে ।
হতে চাই ওই জয়ের আনন্দের ভাগীদার ।
স্বার্থ শুধু ওইটুকু ; কিই বা চাহিবো আর !
তবে প্রতিকূলতায় পরাজয় যদি ছুটে আসে ,
না, না, আমি এতটুকু ভয় পাবোনা সর্বনাশে ।
কারণ, আমি জানি, আমার হারানোর কিছু নাই ।
যা কিছু পেয়েছি, একদিন তো, হারাতে হবে সবটাই ।
অভিজ্ঞতা থেকে বলছি, বাস্তব বড়ই কঠিন ;
এখানে পদে পদে আসে পরাজয় প্রতিদিন ।
তবু সঙ্গ দেব না ছেড়ে ; নিয়তির কাছে হেরে ।