যখন মানবিকতা বারেবারে হয় ক্ষতবিক্ষত,
সভ্য মানুষের স্বার্থান্বেষী কদর্য রূপ হয় প্রতিষ্ঠিত
বাহুবলের অপব্যবহারে,
সাধারণ মানুষের লাঞ্ছনা তখন নেহাতই উপহাস্য!
এটাই আজকের সত্য!
চুরি ডাকাতি ধোঁকাবাজিতে জীর্ণ কলঙ্কিত সমাজ
ভীত সন্ত্রস্ত, কিন্তু চুপ চুপ ভুলেও বলো না সে কথা,
তোমার যদি হয় চুরি ,ডাকাতি তোমার লজ্জা প্রশাসন দায়ী নয়; কিন্তু মগজে ভরে নাও একথা,
যদি সব জেনে মুখ বুজে নাও মেনে তবে ভালো,
না হলে দশচক্রে ভগবান ভুত হন!
আর তুমি কি স্পেশাল কেউ!
বেঁচে আছে এটাই তোমার সৌভাগ্য, বলবে ছিঃ হুজুর
আজ তা যদি না পারো তবে তোমার দিকে আঙুল তুলে
দোষারোপের বুলিগুলির বেগে করবে আঘাত!
এখনো বুঝতে পারলে না আমরা যে সভ্য সমাজে বাস করি….