‘ঠিক এইভাবে আজীবন পাশে থেকো
তোমার দুচোখে ভালোবাসা ধরে রেখো
শপথ নিলাম আমিও থাকবো পাশে
ছাড়বোনা হাত বিপদ যদিবা আসে’
সব আয়োজন রেখেছি সাজায়ে-আমি
শুধুই তোমার জন্য হে প্রিয় স্বামী
বাতিদানে শুভ্র মোমের শিখা যে জ্বলে
বসে আছি প্রতীক্ষায় তুমি আসবে বলে
সুরভি নির্যাস অঙ্গেতে-নিয়েছি মেখে
মুগ্ধতা ফুটবে তোমার বিবশ চোখে
কবোষ্ণ তোমার আলিঙ্গন মাঝে প্রিয়
বক্ষমাঝে তুমি জড়ায়ে আমারে নিও
বাসর-শয়নে-প্রীতির পরশ মাঝে
সোহাগ ছোঁয়াতে ভরবে হৃদয় লাজে
দুজনে আমরা চিরদিন যেন থাকি
সুখদুখ মাঝে ভরসার হাত রাখি
চুপকথাতেও ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী- মত
প্রেমে স্নাত হয়ে কইব কথা যে কত
সুখের নীড় যে গড়তে আমরা চাই
ভালোবেসে যাবো সারাটা জীবন তাই