মুগ্ধ হয়ে রূপরসে
পঞ্চ ইন্দ্র পরবসে।
কপাল দেখো কেবল হাসে
কত তিতলি দেখি পাশে।
নানা বর্ণের রঙের বাহার
ফুলের মধু তাদের আহার।
ছ’টি ঋতু রূপের ডালি
পাঁচ ইন্দ্রিয় দেয় যে তালি।
রামধনু যে সাতটি রঙে
উঁকিঝুঁকি দেয় যে ঢঙে।
বিহ্বল হয়ে চেয়ে থাকি
পরাণ পাখি কেবল ডাকি।
পাহাড় ঘেরা বরফ মুকুট
সাতসকালে ডাকে কুক্কুট।
সারি সারি পাইন ছায়া
দেখায় যেন কত মায়া।
মন হারিয়ে কোথায় চলি
ঝর্ণাজলে পরাণ ডলি।
নদীর লহর গুণতে থাকি
রাতের তারা শুধু ডাকি।
বিবশতায় অলস মনে
ঘুরতে থাকে দুর্গম বনে।