অন্ত্যেষ্টিক্রিয়ায় পুড়িয়ে হয় দেহের বিনাশ
তবুও জানি আত্মার হয় না যে কোন নাশ,
পিতৃগণের আত্মারা থাকে শরীরে বর্তমান
জলদান ক্রিয়ায় তৃপ্ত হয়ে করে অবস্থান।
পিতৃপুরুষেরা পিতৃলোকে শুনেছি যান ফিরে
আশ্বিনের কৃষ্ণপক্ষের প্রতিপদের তিথি ধরে,
সদ্য মৃত ব্যক্তির আত্মা তো যায় না স্বর্গে চলে
পিতৃলোক ছাড়ে পরবর্তী প্রজন্মের মৃত্যু হলে।
তাই প্রয়োজন হয় বিশেষ দিনেরবিশেষ ক্ষণ
তাতে তৃপ্তি তো পাবে আত্মা করে জল গ্রহণ।
জলদান পক্রিয়াকরণটিকেই বলা হয় তর্পণ।
দ্বিতীয়া থেকে শুরু হয় দেবীদূর্গার আবাহন।