আবার ও এসেছে শ্রাবণ, আকুল উদাসী মন খুঁজে ফেরে তোমাকে,
দূরের আকাশে হয়েছ তারা বহুযুগ আগে, অনুভবের ছোঁয়ায় স্নেহের পরশে,
আছো চারিপাশে।
তোমাকে জানার বোঝার হবে না শেষ কোনদিন,
প্রতিদিন,প্রতিক্ষনে বেড়েই চলেছে তোমার ঋণ,
যখন হতাশার মরুভূমির মাঝে পথ ভুলে ঘুরে মরি,
সঠিক দিক নির্দেশ পাই , তোমার সৃষ্টির হাত ধরি।
আবার ও শ্রাবণ হয়ে এসো ফিরে,
দুর্যোগের ঘনঘটায় ত্রস্ত তোমার দেশ আজ
বাংলার মাটি ভাসে অশ্রুধারায়,
সর্বনাশী সর্বগ্রাসী মহামারীর আগুন রয়েছে ঘিরে
শুধু একটিবার এসো ফিরে!
তুমি আমাদের প্রিয় রবি, সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকবি
আবার শ্রাবণ হয়ে এসো ফিরে!!