জানি না পরজন্ম বলে কিছু আছে কি না
যদি থাকে তবে আমি আবার জন্ম নিতে চাই
তোমার জন্য
এ জন্মের না পাওয়া গুলো সব পূরণ করে নেব
তোমাকে অনেক অনেক কাছে পাব
একসাথে হাতে হাত রেখে হাঁটবো
তখন আর রেল লাইনের সমান্তরালে নয়,
পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় তোমার কাঁধে
মাথা রেখে হাঁটবো
তোমার ভালোবাসার পরশ পরবে আমার
চোখে, মুখে, ঠোঁটে।
আমার স্বপ্নগুলো পর্বত শিখর ছোঁবে
আর তুমি একটা একটা করে ওগুলো এনে
আমার আঁচল ভরিয়ে দেবে।
যে মালাটা গেঁথে রেখেছি আমার স্বপ্ন দিয়ে,
ভালোবাসার পরশ মাখিয়ে
পরজন্মে তোমায় উপহার দেব।
এই জনমের না পাওয়ার অভিমান গুলো
দূরে সরিয়ে দিয়ে
আমার উপহারটা গ্রহণ কোরো তুমি
আমি শুধু তোমাকেই খুঁজবো
তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো
তুমি অভিমান করে মুখ ফিরিয়ে থাকবে না তো!
আবার যদি আসি পরজন্মে।
অসাধারণ লেখনী শ্রদ্ধেয় কবি, লেখনী পাঠ করে অভিভূত ও আপ্লুত শ্রদ্ধেয় কবি, অপূর্ব আবেগ ও অনুভূতিতে ভরপূর কবিতা তাই আপনাকে অশেষ শুভেচ্ছা ???✍️✍️✍️
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???