যে নামেই তোমায় ডাকি,
ভালোবাসি নাই বা বলি,
তাতে বল কি এসে যায়।
তোমার নাম হোক আকাশ কিংবা নীল পাখি।
হই কারও চোখের মণি, রানি থেকে আদরের মামনি।
কিংবা বাবার খুকু মনি।
প্রিয় নামে আমায় না ই বা ডাক দিলে আর,
অন্তরের অনুভূতিতে থাক নীরব যাওয়া আসা।
রথযাত্রায় রথের যেমন যাওয়া আসা।
সমুদ্রের ঢেউ এর যেমন বেলাভূমিতে ছুঁয়ে ছুঁয়ে আসা যাওয়া। গোধুলী বেলায় পাখিদের আপন নীড়ে ফিরে আসা।
আসলে একে অপরের আত্মার আরও বেশি কাছে থাকা। কোন নাম পদবীর দিয়ে সেই সম্পর্কের বিশ্লেষণ যায় না করা!
সেই তো তোমার আপনজন,
যে জন তোমার বুকের ধুকপুকের খুব কাছে থাকে, নীরবে বাসা বাঁধে।