একতারা বাজায় আপন সুরে
গায় গান বাউল পথে ঘুরে
নেই টান মায়ার সংসারে
কাটায় জীবন মাধুকরী করে।
হারজিতের এই খেলাতে,
জীবনটাকে ছন্দে মেলাতে,
কেউ জিতবে, কেউ হারবে
জীবন এগিয়ে তালে চলবে।
একতারার মধুর সুরে
জীবনটাকে সে চেপে ধরে
অনায়াসে সে বেড়ায় ঘুরে
দেশ থেকে দেশান্তরে।