আপন ভেবে যাদের আমি
নিলাম কাছে টেনে,
স্নেহ প্রীতি ভালোবাসায়
নিলাম সুজন মেনে।
দিনরাতে শ্রমটা করি
তাঁদের রাখতে সুখে,
সুখের তৈজস এনে রাখি
দেখতে হাসি মুখে।
ধন সম্পদে ভরা কালে
সুজন সাজলো যারা,
স্বার্থ পূর্ণ হতেই দেখি
রূপটা পাল্টায় তারা।
জগৎ মাঝে আছে এমন
স্বার্থান্বেষী ভরে,
নিজের স্বার্থ ফুরালেই যে
তফাতে যায় সরে।
আপন কাকে বলবো রে ভাই
আপন শুধুই তিনি,
সুখে দুখে আগলে রাখেন
দয়াল প্রভু যিনি।
আমার যখন বিপদ এলো
থাকলো না কেউ পাশে,
অবাক ব্যথায় চোখে আমার
অশ্রু ঝরে রাশে।
বুঝিনি হায় স্বার্থ লোভে
মিঠে কথার ছলে,
সকল কিছু লুটে নিয়ে
গেলো দূরে চলে।