যতদিন খুঁতগুলো মায়ের প্রতিভা মেঘে
গলে গলে ক্ষমানদী হবে
ততদিন ভীমরুল বিষাদের চাকহীন চোখে
সহাস্য বসন্ত দৃশ্য এঁকে যাবো আমি
ক্রেয়নের নিঃসঙ্গ শোকে দিন পুড়ে রাত্রিছাই হয়
এই ধ্বংসাত্মক অনুভবের মুখ চাপা দিতে
জীবনের কবরখনিতে আন্তেগোনের দেওয়া
শান্তি মাটি খুঁজি
অপুষ্ট ভাবনার মোম জ্বেলে সমূহ অন্ধকার কাটে না
লীলাময় সময়ের শুশ্রুত শাঁখে
ত্রিশঙ্কু কবিতার গুরুভার রেখে
আমি দুরু দুরু শয্যায় যাই
ভোরের স্বপ্নে দেখি ক্রেয়নের শোক শুষে
আন্তেগোনের হাতে বসন্ত ফুটেছে