প্রতিটা বৃষ্টির ফোঁটা
আমাকে মেঘ-ভাবুক করে তোলে
কখনো ভেসে যায় পাতা ঝরা স্মৃতির দিকে
আবার না মেলা গাণিতিক ভবিষ্যতের দিকেও
এভাবে ঝাঁপিয়ে বৃষ্টি এলে
হারানো আয়নাও কথা বলে
হেঁটে যায় নীল বেলি ফুল
তার আঁচলের গন্ধে
নিজেকে বিশুদ্ধ প্রেমিক মনে হয়।
উফঃ এমন কেন আমি
রান্নাঘর থেকে
ভীষণ পোড়া পোড়া গন্ধ আসছে