ব্যস্তবাগীশ দুঃখ শাবক
এ মন থেকে ও মনে যাস্ ,
সফর শেষে ফিরবি যখন
স্পর্শ ফোনে মেসেজ পাঠাস্ ।
তোরই জন্য রৌদ্র ভরি
আগাম শীতে লেপ তোষকে ,
এয়ারপোর্টে নামবি যখন
এগিয়ে দেবো প্রেমের বোকে ।
তোরই জন্য জানতে পারি
সুখের কেমন অনুভূতি ,
আনন্দে মন বাতাস হলে
লুকিয়ে রাখিস্ কষ্ট পুঁথি ।
তাইতো পান্থ প্রতীক্ষাতে
সাজিয়ে সাজি অগোছালো ,
বীজের গর্ভে আঁধার আঁধি
বৃন্তে বুনি বউল আলো ।