নগরায়ন জন্য করে
বৃক্ষছেদন অকাতরে
পাইনা গাছের ছায়া,
টবের মাঝে কলম চারা
অযত্নতে যাচ্ছে মারা
নেইতো কারও মায়া।
বৃক্ষ কত উপকারী
নেই যে তাতে নজরদারি
কেবল নিধন নেশা,
বৃক্ষ রোপণ হয় প্রয়োজন
নইলে বাড়বে যে উষ্ণায়ণ
বাতাসে আগ মেশা।
সভ্যতা আজ নীতি ছাড়া
পরিবার সম্পর্ক স্নেহ হারা
যুগের বিরূপ রীতি,
সন্তান বড়ো করার পরে
বৃদ্ধ পিতা মাতা তরে
সন্তানের নেই প্রীতি।