তৃষিত ছাতির উষ্ণীব রক্তে সিক্ত বক্ষতল,
সুপ্ত বাসনা নিংড়ে আনে হৃদয় অশ্রুজল।
স্পন্দিত হৃদয় কম্পিত আজ ফাগুনের হুংকারে,
দীপ্ত গর্জনে উত্তাল সলিল দাসত্বের অভিসারে।
যৌবনে জ্বলে আগুন রণহুঙ্কার শূন্যাকাশে,
রক্তিম গোধুলীর দিগন্ত যেন প্রেম ছোঁয় অবকাশে।
জীবন খোদিত দেওয়ালে দেখি বিস্মৃত সঙ্গমস্মৃতি টিলা,
ইচ্ছাপূরণের ডানায় বসে বাহি দুঃস্বপ্নের ভেলা।
আটপৌরে প্রেমের পংক্তিগুলো বিস্মরণের খাতায়,
তৃষিত পরান আলোড়ন তোলে ছিন্ন অনুভূতির পাতায়।
মাংসের আড়ালে আদিম আগুনের বিউগলসম প্রাণ,
পোড়ার গন্ধে উচ্ছ্রিত ঢেউ গায় বিরহের জয়গান ।।