পাহাড় থেকেই গড়িয়ে আসে মেঘ
পাহাড় পেটে ওম আছে পায়রার ,
পাহাড় ফুঁড়ে ধাম বানাবার শখে
আটকে ভারত , শেখো যা শেখবার !
প্রকৃতি নয় পাথর কিংবা দাসী
মায়ের গন্ধ ফুটিয়ে রাখেন ফুলে ,
জোর খাটালেই গড়েন ব্যারিকেড
ভাঙলে নিয়ম দর্পকে দেন ছুলে ।
অরণ্য নদ জড়িয়ে আছে প্রাণ
দরকারী দান খাদ্য বাসস্থান ,
আকাশচুম্বী লোভ বাড়ালে হাত
ভস্ম হবেই সভ্যতা শরযান ।
ক্ষমতা শব বুঝলো এসব কবে !
গ্রহের ভিতে মানুষ পরমাণু ,
ভেঙেই আসে গ্রহাণু ভোজ ঘরে
বোধ বাড়াতে ‘ হে রাম ‘ নতজানু !