আজ পনেরো আগস্ট, ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস
সমগ্ৰ ভারতবাসী খুশিতে আবেগ প্রবণ আজ,
বহ আন্দোলন , বিপ্লবীদের প্রাণ বলিদান লেখা-
রক্ত আখরে স্নাত এ ইতিহাস দেশের গৌরব তাজ।
লক্ষ লক্ষ বিপ্লবী বুলেট সামনে লড়ে করেছে সংগ্ৰাম
নিজ স্বার্থ ত্যাগ করে জীবন দিয়ে নিয়ে এসেছে স্বাধীনতা,
কত মায়ের কোল শূন্য হয়ে হাহাকার সারা দেশ ভরা
তরুণ তুর্কির দল করেছিল পণ ঘুচাবে দেশের পরাধীনতা।
দেশের জন্য কারাবন্দী অত্যাচার মৃত্যুবরণ
হাসি মুখে নিয়েছে দলে দলে ফাঁসির শাস্তি,
তবুও থামেনি তাঁরা দুর্বার দুর্দম হয়ে লড়ে গেছে
গোপনে অস্ত্র তৈরি করে এনেছিল ক্রান্তী।
বীর শহীদদের আত্মত্যাগে স্বাধীন হলো যে দেশ
ধান্দাবাজ লুটেরার দল আজ করছে শেষ দেশটাকে,
নেই নারী স্বাধীনতা, হচ্ছে খুন ধর্ষণ
কৈতবদের কুক্ষিগত আজ স্বাধীনতা, স্বেচ্ছাচারীতায় চলছে রেশ।