চিত্র এক
জলবায়ুর পৌনপুনিক সান্নিপাতিকে
পৃথিবীর আয়ুর কপালে গিরিখাত ।
চিত্র দুই
নিপীড়িত সৌরশ্বাসের ভালুক জ্বরে
দেশে দেশে আবহাওয়ার অসময়ে ঋতুস্রাব ।
চিত্র তিন
যুদ্ধের গনগনে লোভের লালায়
লাখো লাখো ছিন্নমূল করোটি সকাল ।
চিত্র চার
কঙ্কাল অর্থের ভাঁড়ে হলকম্প উৎসবের লোম ।
চিত্র পাঁচ
প্যান্ডোরার বাক্স শুঁকে সরগরম শ্মশান সেলুন ।
চিত্র ছয়
কবিতার কাব্যিক টোলে খাবি খায়
ছদ্মবেশী রিপোর্টার- কবি !
চিত্র সাত
সভ্যতার শ্বেতপত্রে জেগে থাকে ছায়ার শহর
— ” আজও চমত্কার ! “