আজ আমার অন্তরে কী হলো ও গো সই ।
আজ ঘুমের ঘোরে চাঁদ-গৌর হেরে
ওগো আমি যেন আজ আমি নই ।।
আজ আমার গৌরপদে মন মজিল
আর কিছু লাগে না ভালো
সদাই মনের চিন্তা ঐ ।
আমার সর্বস্বধন গৌরধন, সে ধন সাধন
কীসে পাইগো তাই শুধাই ।।
যদি মরি গৌর বিচ্ছেদ-বাণে
গৌরনা শুনাইও কানে
সর্বাঙ্গে লেখ নামের বই ।
এই বর দে গো সবে, আমি জমে জনমে
যেন ঐ গৌরপদে দাসী হই ।।
বন পোড়ে তো সবাই দেখে
মনের আগুন কে বা দেখে
আমার রসরাজ চৈতন্য বৈ ।
গোপীর এমনি দশা, ও কি মরণদশা
অবোধ লালন রে তোর সে-ভাব কই ।।