মহালয়ার প্রতিপদে
উমা এলো ঘরে,
সোনার কাঠির ছোঁয়া যেন
লাগলো ভুবন পরে।
ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে
খুশিতে মন ভরে,
প্রদীপ জ্বেলে আনন্দে সব
উমায় বরণ করে।
সপ্তমীতে পূজার বেণু
সকল হৃদি মাঝে,
ঠাকুর দর্শন করতে সবে
চলে নানান সাজে।
অষ্টমীতে পুষ্পাঞ্জলি
সন্ধিপূজার ঘটা,
ঢাকের তালে ধুনচি নাচন
নন্দ আলোক ছটা।
নবমীতে বিজয় সুখে
খাওয়া দাওয়া ঢালা,
বিষাদ সুরে বাতাস বহে
দেবীর ফেরার পালা।
দশমীতে শঙ্কর সাথে
উমা কৈলাস চলে,
ভুবন মনে নিরানন্দ
সিক্ত অশ্রু জলে।