শিউলি ঝরে সুবাস ভাসে
মাতায় সবে ঘ্রাণে।
শরৎ শোভা মনোলোভা
খুশির সাড়া প্রাণে।
শিশির বিন্দু ঘাসের বুকে
মুক্তো হয়ে ঝরে,
শাপলা, শালুক পাপড়ি মেলে
পদ্ম ফোটে থরে।
কাশফুলেরা দোলায় চামর
হিমেল ছোঁয়া পেয়ে,
নদীর বুকে মাঝি চলে
ভাটিয়ালি গেয়ে।
আগমনীর সুর লহরী
খুশির বার্তা ছড়ায়,
ঢাকের বোলে পুলক জাগে
আসছে যে মা’ ধরায়।