নতুন দিনের আলো ছুঁয়ে যায় অন্তর
আগমনীর সুরে সুরে প্রাণ বাঁধনহারা,
নীল আকাশে নানা রঙের খেলা মেঘের
কাশফুল দোলে আগমনী সুরে মাতোয়ারা,
নতুন স্বপ্নের দিন গুনছে আকাশ প্রান্তর
নতুন সাজে সাজবে তুমি অপেক্ষায় ধরা,
যদিও পৃথিবী ভরা আজ যন্ত্রণা হাহাকার
সবারে দাও আশীষ সুস্থ জীবনীশক্তি ভরা।
ধ্বনিত হোক শুভশক্তি আগামীর লালন
সবুজে ভরিয়ে দিয়ে মুছে দিতে ব্যাধি জরা!
প্রতিটি বাঙালী মন রয়েছে অধীর প্রতিক্ষায়
রুপক শুভক্ষণে নেমে এসো অপেক্ষায় ধরা ,
প্রতিটি গৃহের কোনায় কোনায় যেন সুখক্ষণ
স্নেহ পূর্ণতায় ভরো মা প্রহর গুনছি মোরা!