জীবন খাতার পাতায় লেখা
হিসেব ছিলো ভুলে,
সব কাজে ভুল লাগলো রে গোল
অঙ্ক বিভ্রাট মূলে।
মোহ মায়া বদ্ধ কায়া
আটকে সংসার জালে,
রিপুর দোষে হারাই হুঁশে
দুঃখ ডাকি ভালে।
আপনজনে সুখে রাখতে
খাঁটি দিনে রাতে,
রোগে ভুগি পাইনা সাড়া
থাকে না কেউ সাথে।
সুখের সাথী সবাই থাকে
থাকে না কেউ দুখে,
আপদকালে সহায় যে সাঁই
নামটি জপলে মুখে।
আক্ষেপ জাগে চোখটা ভাসে
ছিলেম স্বার্থে নিয়ে,
যে ক’টাদিন আছে বাকি
নামেই ভরবো হিয়ে।