আশাহীন জীবনের হারাবার নেই ভয়,
স্বপ্নহীন আঁখি শুধু বর্তমানের দেখে জয়!
নিরপেক্ষতা দূরে সরে;ক্ষমাহীন হৃদয় যার,
একাকী আকাশ কাঁদে;হৃদয়ে মেঘের ভার!
উছ্লে ওঠে চাঁদের হাসি;জোছনাময় চারিদিক,
আষ্টেপৃষ্ঠে বেঁধে সূর্য জানায় তাকে ধিক ধিক!
নদী চায় নিজ মনে আপন বেগে বইতে,
মোহনা তাকে সামনে টানে ঢেউয়ের আঘাত সইতে!
ব্যাকুল মন খুঁজে চলে নিজ পথের গন্তব্য,
দিশাহারা হয় সে শুনে নানা মন্তব্য!
আশা আর ভালোবাসার ডোরে যে বাঁধা রয়,
হারাবার ভয়টাকে করে সে সদা জয়!