দুর্বিষহ ঘূর্ণিপাকে বিধ্বস্ত জীবন, শরীরের ক্রোমোজোম কোষে মারাত্মক আকুলতা !
জীবনের গান পরিস্থিতির চাপে আজ যেন বোবা
জীবনটা তছনছ হয়েছে প্রলয় তাণ্ডবে,
মেলিয়াস ইনকাস স্টেপিস কর্ণাস্হি কেমন অকেজো!
শুধুই নিশুতি নিস্তব্ধতা আমার গণ্ডীর চারপাশে,
কানে সারাক্ষণই বাজতে থাকে কাঁসরের ঝনঝন শব্দ!
আমার জীবন কাটে দীর্ঘশ্বাসে,
স্মৃতি যেন দাবানলে দাউ দাউ করে জ্বলে ওঠে!
আগুনের লেলিহান শিখা মনের মধ্যে তোলপাড় করে,
একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে তোমার অস্তিত্ব,
কথা তো হয়েছিল তুমি যথাসময়ে আমাকে ডেকে নেবে!
সন্তানের মধ্যে যে স্বপ্নের বীজ বপন করেছিলাম
ওই বীজ আজ মহীরুহ হয়ে দাঁড়িয়েছে।
তাই তো নাগাল পাওয়া মুশকিল!
একাকিত্বের জীবনে মুহূর্তরা ক্রমশঃ হারিয়ে যেতে থাকে
তবু ও আমি থাকি তোমার অপেক্ষায়!
কখনো তুমি করুণ সুরে নিভৃতে ডাকবে
চলে এসো প্রিয়ে!
জীবনের গান ছেড়ে কবে যে মরণের গান গাই!
কাঁদা মাটির আঠাল মেঠো পথ দিয়ে একা কখনও কি ছোটা যায়!
অপেক্ষা করো আমি আসছি যুগান্তর ধরে!
সমস্ত মায়াজাল ছিন্ন করে আমি আসছি।
আবার একত্রে জীবনের গান গাইব।