তোর মুখের দিকে তাকালে
আমি একটা নতুন পৃথিবীর জন্ম দিই-
আমার গর্ভে
আমার স্তন সবুজ হয়ে ওঠে
ভ্রূ যুগলের মধ্য বিন্দু দিয়ে( বয়ে যায় )
রামধনু রঙ নদী
সেখানে মৃত্যু ডুবিয়ে দিলে
ভেসে ওঠে আকাশ পদ্ম
তোর মুখের দিকে তাকালে
আমি একটা নতুন পৃথিবীর জন্ম দিই-
আমার গর্ভে
আমার স্তন সবুজ হয়ে ওঠে
ভ্রূ যুগলের মধ্য বিন্দু দিয়ে( বয়ে যায় )
রামধনু রঙ নদী
সেখানে মৃত্যু ডুবিয়ে দিলে
ভেসে ওঠে আকাশ পদ্ম