যত উঁচুতে উঠি
আকাশ কাছে আসে না
একইভাবে সমান্তরাল
একই ব্যবধান ।
রাতের পথে হাটি
সাথে সাথে সোনালি চাঁদ
ফিকফিকিয়ে হাসে
আর পেছন পেছন আসে।
এসব ছিল ছোট্ট বেলার
আকাশ ধরার খেলা
বড়ো বেলায় এসব সবার
আজগুবি সব বলা।
সত্যিই কি অসার আর
অবিজ্ঞ সব কথা?
সময় সীমা তত্ত্ব জ্ঞান
নিখুঁত হিসাব বাধা?
এত জেনেও আকাশ তবু
হাতছানিতে ডাকে
এখনও আশা হয়ত পাবো
একটুখানি ছোঁওয়া ।