আকার নিরাকার সেই রব্বানা।
আহমদ আর আহাদ নামের বিচার
হলে যায় জানা।
খুঁজিতে বান্দার দেহে
খোদা সে রয় লুকাইয়ে
আহাদে মিম বসায়ে
আহমদ হল সে জনা।
আহমদ নামে দেখি
মিম হরফ লেখে নবি
মিম গেলে আহাদ বাকি
আহমদ নাম থাকে না।
এই পথের অর্থ ঢুঁড়ে
কারও জ্ঞান বসবে ধড়ে
কেউ কবে লালন ভেড়ে
ফাকড়াম বই বোঝে না।