তুই জ্বলবি আমার সন্ধ্যা প্রদীপ হয়ে ,
মোর আঁধার ঘরে সবটুকু জুড়িয়ে ।
চাঁদের পাশে যেমন থাকে ,
সন্ধ্যাতারার আলো , ঠিক তেমনি
আমার আঁধার চুবড়ি ভরে নিয়ে ,
হেঁচকা টানে এক নিমেষে ,
নিচ্ছে যে সব চুষে ।
তোকে রাখবো আমার চায়ের কাপের
প্রথম আলাপনে ;
উষ্ণ ঠোঁটের উষ্ণ আদর সবটুকু মাখিয়ে ।
তুই যে আমার চোখের তারায় বিহন বেলায়
বুকের ধুকপুকুনি ,
নোনা জলে বাঁধ মানেনি
সকল আগমনি ।
তুই ধরলি যে হাত আপন মেনে
মুখ ডুবিয়ে সঙ্গোপনে; অগ্নিগোলোক ছুঁয়ে
পরশ সুখের মগডালেতে ,
জমায় শিশির শাখায় শাখায় বিন্দু বিন্দু করে ;
অধরা হয়ে থাকবি আমার চরম সুখে
আলিঙ্গনে , বক্ষমাঝে ,শাখে – শাখে ।