হয় না গাঁথা ফুলের মালা
আঁধার বাড়ায় মনের জ্বালা,
চেতনা নেয় বিষাদে বিদায়
মনটা ভরে থাকে যে দ্বিধায়।
আঁধার ঘনালে ফুটে উঠি চিরকাল
গন্ধ যে তার থাকে না তবু আড়াল,
এ গন্ধ নয় কারও তো অজানা
‘জ্যোৎস্না ভেজা রাতে’ হাসনুহানা।
হয় না গাঁথা ফুলের মালা
আঁধার বাড়ায় মনের জ্বালা,
চেতনা নেয় বিষাদে বিদায়
মনটা ভরে থাকে যে দ্বিধায়।
আঁধার ঘনালে ফুটে উঠি চিরকাল
গন্ধ যে তার থাকে না তবু আড়াল,
এ গন্ধ নয় কারও তো অজানা
‘জ্যোৎস্না ভেজা রাতে’ হাসনুহানা।