গতকালের অস্থি পোড়া কঙ্কাল সংবাদ
স্মৃতির কবরে ক্রমাগত ঢাকা দিয়ে যাচ্ছে
আগামীর আরও নারকীয় যুদ্ধ খবর
কী অনৈতিক ঢালমঞ্চে গিনিপিগ শবগুলো
মরে যাচ্ছে অসহায়
ইনকিউবিটরের হিমরক্ত খুঁজছে মাতৃজঠরের ওম
একটার পর একটা দুর্গ সুড়ঙ্গে
নেমে আসছে সভ্যতার মমি
কোন ফাঁকে বেরোবে অভিমূন্য ভ্রুণ
প্রবেশের মন্ত্র জানে শুধু
আপামর বসুধা যে নিজেই বাধ্য
এক চক্রব্যূহ ধু ধু
চক্র ঘোরে নদী নালে
অগ্নি ঘুমে প্রস্তরের মনে
উন-বান্দরের বিবর্তনে চোনা
ইত্যাকার ইতিবৃত্তে ঝুলে আছে শতাব্দীর
সন্ধি সমীকরণ চুক্তি বানিজ্য বান্ধব
কে জাগাবে কার চৈতন্য
লুকিয়ে রেখেছে যে যার গোপন বাঙ্কারে