খোকা মাকে বলেছিল ডেকে-
দেখাও না! গল্পের সেই অসুরটাকে,
যে খেত দেবরাজ্য একটু একটু করে –
সভ্যতা, সংস্কৃতি, দেবত্ব খেত কুরে কুরে।
মা বলেছিল, ওতো অলক্ষণ-অমঙ্গল!
বোলো না আর এ কথা সকল,
সে তো কবে মরে হয়েছে ভুত!
বলে অসুর দেখবে- ছেলেটাও হয়েছে অদ্ভুত।
বড় হয়ে খোকা বলে-
তুমি তো শুধু ভুল বলে গেলে।
এই তো আসল অসুর রাজ!
এতদিনে সম্পূর্ণ হয়েছে তার কাজ।
ভরপেট হয়েছে তার খাওয়া-
নীতি- আদর্শ- ধর্ম সব তো হাওয়া!
বুদ্ধি, বিবেক, ধনসম্পদ- আজ রক্তক্ষয়ী,
সব খেয়ে নিয়ে সেই তো এখন বিশ্বজয়ী।
মা বলে-তাই তো তার পড়েছে খাদ্যে টান,
খাদ্যের তরে স্বজাতীকেই করছে খান খান।
এ দ্বন্দ্ব যেদিন হবে শেষ-
আর বাকী কিছু রবেনা অবশেষ!
ধংস্বস্তুপ মাঝে দেখা দেবেন দেবতাত্রয় ।
পূণরায় হবে মানব ধর্মের অভ্যুদয় ।।