হে ভগবান………….
আমি যেন পরজনমে কারুর স্বামী না হই;
হে ভগবান………….
আমি যেন পরজনমে কারুর বাবা না হই;
হে ভগবান………….
আমি যেন পরজনমে কারোর দাদা বা ভাই না হই;
হে ভগবান………….
আমি আজীবন একটা অসিদ্ধ পুরুষ হয়েই রয়ে গেলাম
আমার স্বামী হওয়ার যোগ্যতা নেই
আমার বাবা হওয়ার যোগ্যতা নেই
ভগবান আমায় দাদা বা ভাই হওয়ার যোগ্যতাটুকুও দেননি।
এই পৃথিবীর শতকোটি সহস্র পুরুষেরা–
অনেক কিছু না করতে পেরেও
কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে
পরম সৃষ্টিকর্তা আমাকে ঐ গুণটাও দিলেন না,
এই পুরুষ জনম পুরোপুরি বৃথা
পুরুষ বলে আমার আর মাথা উঁচু করে দাঁড়ানো হলো না।