অসম্মান
ভোর বেলায় চিল চিৎকারে ঘুম ভেঙে গেল, চোখ কচলাতে কচলাতে বুড়ি ঠানদিদি পোটলা পুটলি বেঁধে কাশি বাসী হবে, বাবা পায়ে পডে কাঁদছে কোথায় তোমার অসম্মান হলো বুঝতে পারছি না তো, এই ভোরবেলাতে কে করলো তোমায় অসম্মান, রাতেই তাহলে বেড়িয়ে গেলে পারতাম, তাই বললি তো, আরে বাবা কখন বললাম সে কথা, আচ্ছা কাল রাতে তোমার ঘরেই তো আসিনি। দূরে নাতি বাবাজি পাঁচ বছর মিটিমিটি হেসে চলেছে, হুম কাল পিঠে তার দুটো কিল মেরেছিল দুষ্টামি জন্য। এবারে বোঝা গেল অসম্মান ঠাকুরমার কোথায় হয়েছে।
কানমলা খাই মা এবার থেকে তুমিই শাসন করো। ঘরে চলো, তোমার অসম্মান যদি করে থাকি দুটো চড় মারো।