এখনো বুকেতে অবশিষ্ট কিছু রক্তিম আভা
নিস্তব্ধতায় মাখি অঙ্গে,অঙ্গে দুঃখের শিশির
একাকী রাতের অন্ধকারে বুকে কাঁটা বিঁধে, অসহনীয়
অব্যক্ত যন্ত্রনায় সাজায় দুঃস্বপ্ন ক্যানভাসে।
এখনো কি মনরাজ্যে সুখপাখি ওড়ে নীলিমায় ?
তুমি তো জন্মগত লাবণ্যের শোভায় সজ্জিত
অনাদরের অবহেলায় পদসঞ্চলন দ্বিরাগমনে ,
অধরা সেই সৌম্যকান্ত , তুলি হাতে তবু-
প্রেমচিত্র অসমাপ্ত রেখেই তুলি ধোও অশ্রুজলে।
অকুতোভয়ে সেই শুরু প্রাত্যহিক সংগ্রাম,নিশীথের
অবসরে শোন চাঁদ-কবির উজ্জীবিত উচ্চারণ ,
হয়তো একদিন মুখবইতে,ওয়েবসাইটে-
প্রস্ফুটিত হবে তোমার অসমাপ্ত জীবনচক্রের অনুরণন।
ঈপ্সিত ফুলসজ্জ্য বড় কণ্টকময় স্বপ্ন লালিত জীবনে।