প্রভাতে আজ শিশির পড়েছিল
শিউলী ফুটেছিল কুমারী কন্যার
হাতের চুড়ির শব্দে।
সকালের পূবের আলো
মাথায় উঠেছে
অষ্টমী আসেনি নূপুর বাজিয়ে।
দ্বিপ্রহর গড়িয়ে গেছে দেবীর
ঘন~কালো কুন্তলে
অসীম নিস্তব্ধতা ভেঙ্গে ঢাক বেজেছে
মায়ের মন্দিরে~দেবালয়ে।
চোখের জল থামিয়ে দিয়েছিল গঙ্গে
মুখের হাসি ফিরিয়ে দিয়েছিল
কমলিনী কন্যে।
চোখের তারায় দেখেছিলাম কল্যানীকে,
বলেছিল মর্তের ধারায় শিখন্ডী নেমেছে
তাই আর যাই না ফিরে।
তবুও নালিশ থামেনি
ঠোঁট ভেঙ্গে বলে এসেছি ~
আজো অষ্টমী আসেনি।