সব আঁকাবাঁকা ঘুর পথ
পথে পথে ছড়িয়ে ঘুর্ণি হাওয়ার খড়কুটো
আর ঝরা পাতাদের লুটোপুটি
নদী পথ থেকে এ’সময় কনকনে কুয়াশার
গনগনে ধোয়া ওঠে আসে রোজ
সাত সকাল আর পড়ন্ত বিকেল ঘেঁষে
চারপাশ ঘিরে থাকে গোলাপি স্ম্যতি
পুরোনো ভিটে মাটি ছুঁয়ে থাকা চেনা ঘ্রাণ
নির্জন মাঠের চুপ কথা ও
হারিয়ে যাওয়া ভালোবাসার অশ্রুভাষা
আর আঁকাবাঁকা ঘুর পথ ধরে
বারবার মৌন মুহূর্তগুলো দাঁড়ায় এসে
দু’চোখের দূর দিগন্ত জুড়ে যেখানে
নিরাপদ দূরত্ব রেখে নদী ছুটে যায়
তাকে ছুঁয়ে যায় যে রক্ত স্রোত
সেই এসে ছুঁয়ে যাচ্ছে এই পাললিক শরীর
ও তার অদৃশ্য শারীরিক ছায়া …
মনে হয় তুমি আজও আছো
একই রকমই আছো মায়াময়
ঠিক যেন সেই আগের মতোই ।