বাড়ির কাছে ফুল বাগানে
নানা ফুলের মেলা,
পুতুল মেয়ে চপল টুসি
করছে সেথা খেলা।
গায়েতে তার গোলাপী জামা
বাবা দিয়েছে কিনে,
রিবন চুড়ি সোনার হারে
সেজে জন্ম দিনে।
প্রজাপতি যে ধরতে ছুটে
হাত দু’খানি মেলে,
চাঁদের হাসি খিলখিলিয়ে
টুসির মুখে খেলে।
আচম্বিতে নরপশুর
নজর পড়ে যেতে,
নখর দাঁতে খোবলে খেতে
লালসা ভরে মেতে।
একি করছো ! শোনো কাকুরা
ছেড়ে দাও না মোরে,
নতুন জামা ছিড়ছো কেন
দিচ্ছো ব্যথা জোরে?
পশুরা সব মুখটা চেপে
ঝোঁপের কাছে টানে,
বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে
কচি টুসির পানে।
অপক্ক যে যোনী টুসির
করলো ফালা ছিঁড়ে,
পাগল পারা পিতা মাতায়
খুঁজে অশ্রু নীরে।
ঝোঁপের আড়ে নিথর সাড়ে
টুসির লাশে পেয়ে,
সর্বহারা রোদন ধারা
অঝোর ঝরে বেয়ে।