চাকরির আশা ছেড়েছি বেলা শুনছো ,
ফিকে হয়ে গেছে নীল দেওয়ালের ঘর ;
আমার মতোই খসে পড়ে গেছে চুন ও বালির স্তর ,
বেলা শুনতে পাচ্ছো তো ?
বাড়ির চাপে বিয়েটা সেরেছি সত্যি !
তবুও তোমায় ভুলতে পারা কি যায় ?
সাদা কালো এই প্রলোভনে মোড়া মুখোশ পড়া শহড়ে ,
আমি তোমার বেকার টিউশন মাস্টার ।
বেকার ভাতাটা পেয়ে যাবো বেলা শুনছো ,
আর মাত্র কয়েকটা দিন ব্যাস ;
শিক্ষা খাতে মেয়েটা পাচ্ছে চাল , ডাল আর ছোলা ,
বেলা শুনতে পাচ্ছো কি ?
এটা কি টু- ফোর-ফোর- ওয়ান-ওয়ান- থ্রি- নাইন ?
বেলা বোস তুমি আমার কথাটা শোনো ,
গতকাল ছিলো বাবার বাইপাশ সার্জারি ,
বাবাকে ফেরালো দরদী চিকিৎসা ভাতা ।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি ,
চাকরির টাকা পেয়ে গেছি নানা খাতে ;
শিক্ষা তোমায় কেঁড়ে নিয়েছিলো বেলা জানো !
তাই শ্লোগান তুলেছি অশিক্ষার হোক জয় ।