প্রকৃতির মাঝ সেই অরণ্য
দেখিনা যে আর,
সুসজ্জিত বৃক্ষরাজি
পল্লবের বাহার।
পশুপাখি বাসা বেঁধে
করে সুখে বাস,
ফলে ফুলে ভরা শাখী
থাকে বারো মাস।
সবুজ শ্যামল প্রকৃতিতে
বিশুদ্ধতা ছায়,
অক্সিজেনে ভরা থাকে
পরিবেশ যে তায়।
বৃক্ষছেদন হচ্ছে কত
হচ্ছে শূন্য বন,
পশুপাখির আবাসস্থল
ধ্বংস সর্বক্ষণ।
সেই কারণে অনাবৃষ্টি
খরা অতিশয়,
জীবকুলের নাভিশ্বাস
ফসলের ক্ষয়।
অরণ্যকে সংরক্ষণ যে
করতে হবে তাই,
পরিবেশকে সুস্থ রাখতে
সবার চেষ্টা চাই।