রামায়ণ : অযোধ্যাকাণ্ড – শ্রীরামচন্দ্রের রাজ্য প্রাপ্তিতে সকলের আনন্দোৎসব
রথ রথী ঘোড়া সাজে, নানা রঙ্গে বাদ্য বাজে,
মুনি সব করে জয়ধ্বনি।
জয় জয় হুলাহুলি, করে সবে কোলাকুলি,
সর্ব্বলোক কি দুঃখী কি ধনী।।
শিশু নারী আনন্দিত, পুষ্প গন্ধে সুশোভিত,
আমোদ প্রমোদ সব ঘরে।
স্বর্গপুরী তুল্য বেশ, অযোধ্যার সর্ব্ব দেশ,
নাচে গায় হরিষ অন্তরে।।
সবে ভাবে রঘুপতি, হইবেন মহীপতি,
ঘুচিল সবার আজি ক্লেশ।
না হইবে দুঃখ শোক, আনন্দিত সর্ব্বলোক,
নিস্তার পাইল সর্ব্ব দেশ।।
ঘুচিল সকল ভয়, সবাই আনন্দময়.
রাম নামে পাইবে নিষ্কৃতি।
রাম বিষ্ণু-অবতার, লবেন সবার ভার,
বৈকুণ্ঠেতে করিবে বসতি।।
এতেক ভাবিয়া মনে, আনন্দিত সর্ব্বজনে,
আনন্দেতে পাসরে আপনা।
অযোধ্যার যত লোক, ভুলিল সকল শোক,
আনন্দে পূরিত সর্ব্বজনা।।
নানা ব্স্ত্র অলঙ্কার, পরিধান সবাকার,
রূপে বেশে দেব অবতার।
আনন্দে বিহ্বল প্রায়, রামগুণ সবে গায়,
জয় জয় করে বারে বার।।
অযোধ্যা নগরবাসী, বলে হব দাস দাসী,
মনে সব হয় হরষিত।
ঘুচিবে সবার দুঃখ, ভুঞ্জিব বিবিধ সুখ,
এত বলি সবে আনন্দিত।।
মধুর অযোধ্যাকাণ্ড, শুনিতে অমৃত-ভাণ্ড,
যাতে হয় পাপের বিনাশ।
রামায়ণ আকর্ণনে, ওঝা কৃত্তিবাস ভণে,
হয় অন্তকালে স্বর্গে বাস।।