মিল চেয়েতো অমিল পেলাম
মিলেতে গরমিল,
অমৃত চেয়ে গরল পেলাম
বিষে দেহ নীল।
সুরের সঙ্গে মিললো না সুর
বেসুর বাজে নিত্য,
তালের চেয়ে বেতাল বেশি
চলছে ভূতের নৃত্য।
রক্ত গোলাপ তুলতে গেলাম
কাঁটায় বিঁধে লাল,
মিত্র ভেবে শত্রুকে ভাই
সব সঁপেছি কাল।
ঋণ করে ঘি খেতে গিয়ে
দেশটা বিক্রি হয়,
আবার কি হায় বিকিয়ে যাব
বিদেশিদের পায়।