আকাশ আজ ফাঁদ পেতেছে
ধরবে আমায় আসছে ধেয়ে
ছুটছে মিছে আমার পিছে
আমি কি আর তেমন মেয়ে?
যাওয়া আসার পথের ধারে
রাখল পেতে ফাঁদ সাজিয়ে
প্রেম পীড়িতির নেশার ঘোরে
ভাবছে আমি যাব হারিয়ে।
যাচ্ছি হেঁটে খর রৌদ্র তাপে
যদি সে দাঁড়িয়ে পথটি মাপে
ভেবেই মনটা ভীষণ কাঁদে।
পড়বো নাকি তারই ফাঁদে।
মন কেন তার উতলা আবেগে
প্রেম সাগরে যেন তুফান জাগে।
চাঁদ বুকেই তার জ্যোৎস্না মাখে
হই আমি স্বপ্নপরী তারই আনুরাগে।
মানবে না হার কিছুতেই সে
আসবে আমার ঘুমের দেশে
ধরবে আমার হাত তুলবে পাতা ফাঁদ
অমাবস্যার বুকে দেখবে সে তাই চাঁদ।