সব জায়গায়–
একটা করে কাক দাঁড়িয়ে আছে
যা দেখবে তাই খাবে
এই মানুষ রূপের–
কাক গুলো কাকের চেয়েও চালাক
সাধারণ কাকেরা–
মানুষের দেয়া বা ছুড়ে ফেলার খাবার খায়
এই মানুষ নামক কাকেরা সবকিছুই খায়।
সব খেতে খেতে মানুষকেও খেয়ে নেয়
খেয়ে নেয়–
মানুষের শত জনমের আশা ভরসা
দোষ এই কাক গুলোর নয়
দোষ এই কাকেদের বংশের বোধহয়;
কাকগুলো কোন কালে ডাকাত ছিল?
নাকি মানুষ ছিল?
তবে এই কাক গুলো অমানুষ ছিল একথা নিশ্চিত।