সেদিনের এক খবরপড়ে
চোখ ভরে আসে জল,
এমন করে গরিবেরা আর
মার খাবে কতকাল?
বছর বারোর এক যে কিশোর
থাকে কলকাতায়,
ধূপ-কাঠি সে বিক্রি করে
পড়ার খরচ চালায়।
যে বয়সে বন্ধুরা সব
খেলে বেড়ায় মাঠে,
সে-বয়সে ধূপ-কাঠি তার
বিক্রি শহর-ঘাটে।
সেদিন দেখে গড়িয়াহাটে
এক ম্যাডামের গাড়ি,
আশা করে ছুটল নিয়ে
ধূপের গোছার তাড়ি।
বন্ধ গাড়ির দরজায় মারে
ধূপের আঁটির টোকা,
দরজা খুলে ম্যাডাম বলে,
ভেবেছিস কি খোকা?
পায়ের থেকে জুতো খুলে
দমাদম মারে পিঠে,
মারের চোটে বেরোয় রক্ত
পিঠের চামড়া ফেটে।
অমানবিক দৃশ্য এমন
দেখলো শহরবাসী,
পথচলতি লোক তাকে
উদ্ধার করে আসি।
পকেটমার নয়, চোরতো সে নয়,
কেন এমন ব্যবহার,
টোকা মারার এই কি শাস্তি,
এমনতর প্রহার?
ছুটে এলো ট্রাফিক পুলিশ
ঘটনা এমন দেখে,
নিয়ে গেল থানায় ধরে
মহিলা ও ছেলেটাকে!
ক্ষমা চাওয়ায় ছেড়ে দিলেন
পুলিশ অফিসার,
হার মানে যে পশুমাতা
দেখে এমন নির্দয় ব্যবহার!