ধূসর -সমুদ্র উথলে উথলে গভীর তমসাময়,
আঁধারের বুকে কুহকিনী ডাঙ্গা নির্বাক জেগে রয়।
হাতছানি তার এড়ানো কঠিন দুর্গমতার টান,
বিরহে আকুল প্রেমিক-হৃদয় বেদনায় খান খান।
দীর্ঘ ভূ-ভাগ জেগে আছে বুকে, কঠিন আস্তরণে
আবেগ-মথিত হিয়ায় দয়িত ছুটে দয়িতার টানে।
ছোট বড় ঢেউ উঠে পড়ে নামে চূর্ণ সে কুন্তল,
অগ্নিবলয়ে চকিত -চমকে ঘিরে ধরে চঞ্চল।
দূরপাল্লার এই ভ্রমণে হলুদ ভাঙা সে চাঁদ ,
সাক্ষী ছিল বুকের ভেতর মানছে না তার বাঁধ।
উষ্ণসাগর -গন্ধ মাখানো সিক্ত সে বেলাভূমি
তরী খানির এক ধাক্কায় চললো যে পাড়ে নামি।
মাইলখানেক অতিক্রমণে ,তিনটি আরো ক্ষেতে
গভীর দুখেও মিলন বীণার উঠলো সুরে মেতে ।
ঘাট পেরিয়ে,মাঠ পেরিয়ে খামার বাড়ি এসে
হাতের কাছে বাতায়নের শার্সি অবশেষে।
হালকা হাতের মৃদু টোকার বারতা যখন দিলে
প্রেয়সী তার কাঠির ঘষায় আগুন দিলো জ্বেলে।
নীল আভাসের অগ্নি-শিখা র অপূর্ব সে সঙ্কেত
অস্ফূট এক ধ্বনির বাণী শুনলো অনিকেত।
মৃদু মন্দ মধুর ধ্বনি র আনন্দ আর ত্রাসে,
দুটি হৃদয়ের স্পন্দন মিলে সুগভীর উদ্ভাসে।