মাঝে মাঝে মনে হয়, জীবনটা অভিশপ্ত ।
অভিযোজন প্রক্রিয়াটা, আজও হয়নি রপ্ত ।
ভুল করেছি, ঠকেছি, তাই অনুতপ্ত ।
জীবন পেয়েছি কিন্তু বেঁচে থাকার কৌশল ?
মিথ্যাচার, ব্যভিচার, অন্যায় – অবিচার, ছল ?
ওগুলো তো আয়ত্ব করা হল না ।
আর বোলনা ,
এসব না শিখতে পেরে ,
প্রতিবারেই গেছি হেরে ।
হতে পারলাম না তথাকথিত সভ্য ।
অস্ফুট বক্তব্য ।
বয়স বেড়েছে , অভিজ্ঞতায় নব্য ।
ব্যর্থতাই ভবিতব্য ।
নাক সিঁটিয়ে, সবাই বলে অসভ্য ।
সবার অবহেলার পাত্র আমি একলব্য ।