স্বপ্নে যারে দেখেছিলেম – বয়ঃসন্ধি-কালে,
তার’ই সঙ্গে সংসার করছি
চলছি সম- তালে।
প্রেমে পড়ার বয়স যখন
কলেজ সবে শুরু,
বিয়ের প্রস্তাব নিয়ে এলেন
স্বয়ং আমার গুরু।
ঘরে বসে ভালো পাত্র
বাবা দেখি রাজি,
আমি তখন নাকচ করি
ছিলাম ভীষণ পাঁজি।
স্বপ্নে দেখা রাজার কুমার
পায়ে হেঁটে এলো,
আমার থেকে মনে মনে
খুব’ই দাগা পেলো।
বাবা মায়ের চাপে পড়ে
করে নিলাম বিয়ে,
সবার সঙ্গে মিশে গেলাম
শ্বশুর বাড়ি গিয়ে।
গুরু যখন বর’টি হলো
ছড়ি ঘুরায় শুধু,
গম্ভীর হয়ে কথা বলত
মুখে নেই’কো মধু।
হঠাৎ আমি চমক দিলাম
আমি ঘুরায় ছড়ি,
অফিস থেকে দ্রুত আসে
দেখে শুধু ঘড়ি।
টক ঝালেতে কেটে গেছে
তিরিশ বছর জানো,
ভালো হয়ত বেসেছিলাম
তোমরা সবাই মানো।